এবার জাপোরিজ্জিয়ার বাঁধ উড়িয়ে দিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের
প্রকাশ : 2023-06-12 17:18:11১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
খেরসনের পর এবার জাপোরিজ্জিয়া অঞ্চলের একটি বাঁধ উড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। এমন দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র ভ্যালেরি শেরশেন। সোমবার তিনি বলেছেন, নোভোদারিভকা গ্রামের কাছের একটি বাঁধের অবকাঠামো উড়িয়ে দিয়েছে তারা। এতে মোকরি ইয়ালি নদীর দুই পাশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
ইউক্রেনীয় সামরিক বাহিনীর এই কর্মকর্তার দাবির সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম বিবিসি। শেরশন আরও দাবি করেছেন, দখলকৃত এলাকা ইউক্রেনের অগ্রগতি ঠেকাতে রাশিয়া ইচ্ছাকৃতভাবেই ওই অঞ্চলের বাঁধ উড়িয়ে দিচ্ছে।
গত সপ্তাহে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ‘নোভা কাখোভকা’ জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধটি ভোরের দিকে বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেওয়া নিয়ে পরস্পরকে দুষছে ইউক্রেন ও রুশ কর্তৃপক্ষ। এ ঘটনায় মস্কোকে দায়ী করেছে পশ্চিমারা।
‘নোভা কাখোভকা’ বাঁধ বিপর্যয়ে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা খেরসনের অনেক আবাসিক এলাকা তলিয়ে গেছে ইতোমধ্যে। লোকালয়ে পানি ঢুকে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ঝুঁকি বাড়ায় নিরাপদ আশ্রয়ে ছুটছেন অনেকে। এটি কবে নাগাদ মেরামত সম্ভব হবে, বিষয়টি স্পষ্ট করেনি জেলেনস্কির প্রশাসন। এর মধ্যে নতুন করে জাপোরিজ্জিয়া অঞ্চলের বাঁধ ধসে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।