এটি কিন্তু যুদ্ধবিরতি নয়; হুশিয়ারি রাশিয়ার
প্রকাশ : 2022-03-30 10:07:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
তুরস্কের মধ্যস্থতায় মঙ্গলবার শান্তি আলোচনার পর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভ অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা দিয়েছে রাশিয়া।দ্য গার্ডিয়ানের প্রতিবেদন।
মস্কো বলছে, তারা রাজধানী কিয়েভের চারপাশে এবং উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে তাদের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে দেবে।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের বিশ্বাস অর্জন করতে ও আলোচনা পরবর্তী ধাপে নিয়ে যেতে কিয়েভে হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসেছে রাশিয়া। রুশদের এমন ঘোষণার পর অনেকেই ভাবছেন হয়তবা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে গেছে বা দুই পক্ষের মধ্যে পুরোপুরি যুদ্ধবিরতির চুক্তি হয়েছে।
বিষয়টি পরিস্কার করেছেন রাশিয়ার প্রধান প্রতিনিধি ভ্লাদিমির মেডেনেস্কি। তিনি বলেছেন কিয়েভে হামলা চালানো হবে না মানে এই নয় যে রাশিয়া ইউক্রেনেই হামলা করা বন্ধ করে দেবে। তিনি বলেছেন, এটি কোনো যুদ্ধবিরতি নয়।
এ ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস নিউজকে ভ্লাদিমির মেডেনেস্কি বলেন, এটি কোনো যুদ্ধবিরতি নয়। এ দ্বন্দ্ব ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার যে আকাঙ্খা আমাদের আছে এটি তারই অংশ। আমরা চাচ্ছি অন্তত এখানে দ্বন্দ্ব বন্ধ হোক।
তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আরও অনেক দূর পথ পাড়ি দিতে হবে। এটি সবে মাত্র শুরু।