এগিয়ে যাচ্ছে জাহ্নবী, কিন্তু নিজের মাতৃভাষাই জানেন না !

প্রকাশ : 2024-02-25 14:34:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এগিয়ে যাচ্ছে জাহ্নবী, কিন্তু নিজের মাতৃভাষাই জানেন না !

বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় জাহ্নবী কাপুর। অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের একটি অবস্থান তৈরি করতে পেরেছেন। দুঃখের বিষয় হিন্দি ছবিতে মেয়ের অভিষেক দেখে যেতে পারেননি অভিনেত্রীর মা শ্রীদেবী। রূপের রানির রক্ত বইছে তার শরীরে। সেটার ছাপ তার রূপেও স্পষ্ট। আবার মা যেমন অভিনয়ে সাফল্যের চূড়া ছুঁয়েছিলেন, তিনিও ধীর পায়ে এগোচ্ছেন সে দিকে। ২০১৮ সালে জুমাই মাসে ‘ধড়ক’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন জাহ্নবী। কিন্তু তার আগেই মারা যান শ্রীদেবী। ওই বছরেই ফেব্রুয়ারি মাসে পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় জনপ্রিয় এই অভিনেত্রীর। 

এরপর জাহ্নবীকে দেখা গেছে ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুড লাক জেরি’, ‘মিলি’ ও ‘বাওয়াল’র মতো প্রশংসিত ছবিতে। বক্স অফিসে ছবিগুলো আহামরি ব্যবসা না করলেও জাহ্নবী তার প্রতিভা মেলে ধরতে মোটেও ভুল করেননি। তাই হিন্দির সীমানা পেরিয়ে জয় করেছেন দক্ষিণের ইন্ডাস্ট্রি। নাম লিখিয়েছেন তেলুগু ছবিতে। ইতোপূর্বে জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেবারা’ ছবির কাজ সেরেছেন। 

সেই ছবি মুক্তির আগেই আরেক তেলুগু সুপারস্টারের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন জাহ্নবী। এবার তার নায়ক রাম চরণ। খবরটি অভিনেত্রীর বাবা, প্রযোজক বনি কাপুর নিশ্চিত করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘জুনিয়র এনটিআরের সঙ্গে জাহ্নবী ইতোমধ্যে একটি ছবি করেছে। শুটিংয়ের প্রতিটি মুহূর্ত ও উপভোগ করেছে। শিগগিরই সে রাম চরণের সঙ্গে একটি ছবির কাজ শুরু করবে। এই দুটো ছেলে (এনটিআর ও রামচরণ) খুবই ভালো কাজ করছে। কাজের জন্য এখন প্রচুর তেলুগু ছবি দেখছে জাহ্নবী। আশা করছি মুক্তি পেলে ছবিগুলো ভালো করবে এবং সে আরও কাজ পাবে।’

রাম চরণের আগামী ছবিটি নির্মাণ করবেন বুচি বাবু সানা। সেখানেই নাকি দেখা যাবে জাহ্নবীকে। তবে নির্মাতা কিংবা প্রযোজক কারও পক্ষ থেকে নায়িকার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এখানেই শেষ নয়, বনি জানালেন, দক্ষিণী সিনেমার আরেক তারকা সুরিয়ার সঙ্গেও নাকি একটি ছবিতে অভিনয় করবেন জাহ্নবী। এতেই বোঝা যায়, বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের দাপুটে পায়ের ছাপ ফেলছেন এই তরুণী।

কন্যার এমন পদচারণায় বনির ভাষ্য, ‘আমার স্ত্রী (শ্রীদেবী) বিভিন্ন ভাষায় কাজ করেছে। আশা করি আমার মেয়েও সেই ধারা অব্যাহত রাখবে।’

বলিউডে পায়ের নীচের মাটি খানিকটা শক্ত করেছেন জাহ্নবী কাপুর। নেপোটিজম বিতর্ক ক্যারিয়ারের শুরু থেকেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে তাকে, সঙ্গে মায়ের সঙ্গে অযাচিত তুলনা! শ্রীদেবী কন্যা, জাহ্নবী এবার পা রাখছেন তেলুগু ইন্ডাস্ট্রিতে। সেটিও পুরনো খবর। পরিচালক কোরাতালা শিবার ‘দেবেরা’-এ জুনিয়র এনটিআরের নায়িকা হলেন জাহ্নবী। এই ছবিতে গ্রামের মেয়ের চরিত্রে দেখা যাবে শ্রীদেবীর জানুকে। চরিত্রের নাম থাঙ্গম।

গ্ল্যামারাস ডিভার অবতার ছেড়ে সাধারণ গ্রামের মেয়ের চরিত্র, সঙ্গে তেলুগু ভাষা। যেন নতুন চ্যালেঞ্জের মুখে পড়লেন জাহ্নবী। সম্প্রতি দ্য উইকের সঙ্গে আলাপচারিতায় ‘দেবেরা’-এর জার্নি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। পাশাপাশি জানিয়েছেন মাতৃভাষা নিয়ে তার বিরাট আফসোসের কথা। জাহ্নবী জানান, ছবির চিত্রনাট্য হাতে পেয়ে দিশেহারা ছিলেন। কারণ কোনোদিন তেলুগু শেখা হয়নি তার। যদিও তার মাতৃভাষা এটি। মুম্বাইয়ে বেড়ে ওঠায় কখনও সুযোগ হয়নি তেলুগু শেখার। এটা তার জীবনের বড় আফসোস, জানালেন শ্রীদেবী কন্যা।

জাহ্নবী বলেন, ‘‘আমি কখনও তেলুগু শিখিনি, এর জন্য আমি সত্যিই লজ্জিত। আমি বুঝতে পারি (তেলুগু) তবে বলতে পারি না। স্বীকার করতে লজ্জা নেই, এটা আমার জীবনের অন্যতম বড় আফসোস। ‘দেবারা’র গোটা টিম আমাকে সাহায্য করেছে, অত্যন্ত ধৈর্য সহকারে আমাকে সাহায্য করেছে। এই ছবির সঙ্গে ইন্ডাস্ট্রির নামীদামী ব্যক্তিত্বরা জড়িত, সকলেই আমাকে সংলাপ বলতে সাহায্য করেছেন।’’ 

এই মুহূর্তে বেজায় ব্যস্ত জাহ্নবী। তার হাতে রয়েছে একগুচ্ছ বড় প্রোজেক্ট। বলিউডে নায়িকার পরবর্তী রিলিজ, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এই ছবিতে রাজকুমার রাও-এর নায়িকা তিনি। ক্রিকেটের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। এছাড়াও ‘উলাজ’ এবং ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’তে দেখা যাবে জাহ্নবীকে। প্রযোজক করণ জোহরের ‘দুলহানিয়া’ সিরিজের তৃতীয় ছবি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। আলিয়ার বদলে এবার বরুণের পাত্রী জাহ্নবী।

 

সা/ই