" একদিন পৃথিবীর পথে পথে "- গোলাম কবির
প্রকাশ : 2024-02-11 15:46:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
" একদিন পৃথিবীর পথে পথে "
।। গোলাম কবির ।।
একদিন হঠাৎ ভালোবাসা এসে
দুয়ারে দাঁড়িয়ে ভালোবাসি বলতেই
হৃদকম্পন বেড়ে যাবে খুব!
তিরতির করে বয়ে যাওয়া
ভালোবাসার নদীতে বান ডাকবে,
ভাসিয়ে নেবে যতো দুঃখের
লাল, নীল কষ্টের জঞ্জাল!
বুকের গহীনে জমে থাকা
ছাইরঙা মেঘ উড়ে যাবে!
পরিযায়ী পাখির পালকের মতো
খসে পড়বে আমার যতো অভিমান!
একদিন তোমাকে পেলে হৃদয়ের
গহীনে যে কথাগুলো প্রোথিত ছিলো
গভীর গোপনে তা বলে দেবো সব!
একদিন তোমার অপেক্ষায় থেকে
খর বৈশাখের দুপুরের রোদে ভিজে
বাড়ি ফিরতে ভুলে যাবো!
একদিন প্রচণ্ড চুমুর ঝড়ে
এলোমেলো হয়ে যাবে সব!
একদিন গভীর নিশিতে নিশির ডাক
শুনে সিদ্ধার্থের মতো একলা
বেরিয়ে পড়বো পৃথিবীর পথে পথে!