একদিনে ডেঙ্গু রোগী বেড়ে ৭২
প্রকাশ : 2023-05-29 15:53:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭২ জন। তবে এ সময় কেউ মারা যায়নি। সোমবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৮ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ২২৬ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ১৯৮ জন। বাকি ২৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৮৪৩ জন রোগী ভর্তি হয়েছে এবং ছাড়া পেয়েছে এক হাজার ৬০৪ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছে।