একটি মেয়ের স্বপ্ন পূরণের গল্প 

প্রকাশ : 2022-02-28 10:50:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

একটি মেয়ের স্বপ্ন পূরণের গল্প 

মুন্সীগঞ্জের অন্যতম জনপ্রিয় নাট্যদল হিরণ কিরণ থিয়েটারের উদ্যোগে নাটক 'অবচিত' মঞ্চস্থ হয়েছে। রবিবার ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হিরণ কিরণ থিয়েটারের উদ্যোগে জাহাঙ্গীর আলম ঢালী রচিত ও শেখ শামীম নির্দেশিত "অবচিত" নাটকটির প্রথম শো এর শুভ উদ্বোধন হয়। মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। একটি মেয়ের স্বপ্ন পূরণের গল্প নিয়ে নাটকটি রচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।  

অনুষ্ঠানের প্রথম পর্বে হিরণ কিরণ নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও মিডিয়াকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সম্মাননা স্মারক প্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে  বিডি ক্লিন মুন্সিগঞ্জ, মানবসেবা রক্ত দান সংস্থা, যুব রক্তদান সংস্থা,  ইউনিটি দ্যা ফ্রেন্ডশিপ, নিউজ সেভেনটি ওয়ান ডট টিভি অন্যতম।  

প্রধান অতিথি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি সকলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং সুস্থ ধারার নাট্যচর্চার জন্য হিরণ কিরণ থিয়েটারের ভুয়সী প্রশংসা করেন। এরপর একটি সম্মিলিত নৃত্য পরিবেশন করা হয়। সবশেষে মঞ্চস্থ হয় 'অবচিত' নাটকটি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস.এম মাহাতাব উদ্দিন কল্লোল, আল মাহমুদ বাবু, জাহাঙ্গীর আলম ঢালী, নিউজ সেভেনটি ওয়ান ডট টিভির উপ সম্পাদক জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন,  রফিকুল ইসলাম বাবু, হুমায়ুন ফরিদ, সাইফুল বিন সামাদ শুভ্রসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউজ সেভেনটি ওয়ান ডট টিভির নির্বাহী সম্পাদক জিতু রায়।