একটা ডুপ্লিকেট প্রয়োজন
প্রকাশ : 2021-12-09 10:16:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
তানিয়া আবেদিন
-------------------------
একটা ডুপ্লিকেট চাবির ভীষণ প্রয়োজন
হৃদপিণ্ডের একটা প্রকোষ্ট বহুদিন পরিত্যক্ত আছে।
একদা এক বালক প্রকোষ্টের দ্বারে তালা দিয়ে
চাবিটি ফেলে দিয়েছিল সামনের পানা পুকুরে।
এরপর হাসতে হাসতে বলেছিল "ভয় নেই, হারিয়ে যাব না। কেবল প্রবেশাধিকার সংরক্ষণ করে দিলাম।"
আর আমাকে বলেছিল "একটু খেয়াল রেখো, কেউ যেন সিঁদ কাটতে না পারে।"
সেই থেকে পাহারায় থাকলাম।
ঐ যে পাশের বাড়ির ঝন্টু!
কত চেষ্টাই না করল বেচারা!
আমি টের পেয়ে পাহারা দ্বিগুন করলাম।
ঝন্টু কন্ঠে কাতরতা নিয়ে বলেছিল "দেখিস পস্তাবি কিন্তু একদিন "।
আমি কেবল দাম্ভিকতার হাসি দিয়েছিলাম।
অপেক্ষায় রইলাম সেই বালকের।
কিন্তু হায় বেলা বয়ে যায়
বালকের দেখা নাই।
আমি পরাজিত
আজ ভীষণ পরাজিত
তাই একটা ডুপ্লিকেট চাবির আজ ভীষণ প্রয়োজন।
হৃদপিণ্ডের একটা প্রকোষ্ট বহুদিন পরিত্যক্ত আছে
সেই প্রকোষ্টের দ্বার উম্মোচনের জন্য আজ একটা
ডুপ্লিকেট চাবির ভীষণ প্রয়োজন।