এই শুক্রবার হলো পাঠান দিবস
প্রকাশ : 2023-02-16 16:57:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বলিউড বাদশা শাহরুখ খান দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরে ‘পাঠান’ সিনেমা দিয়ে ঝড় তুলেছেন। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। সিনেমাটি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে।
‘পাঠান’ সিনেমা দিয়ে দর্শকের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ায় মুগ্ধ চলচ্চিত্রের পুরো টিম। প্রশংসায় ভাসছে প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’। প্রতিদিনই বেড়ে চলছে পাঠানের আয়।
এদিকে বক্স অফিসে ২১ দিন ধরে ব্যাপক ব্যবসা করে যাচ্ছে ‘পাঠান’। বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৩ কোটি রুপি ব্যবসা করেছে। সিনেমা হলগুলোতে আরও এক সপ্তাহ শেষে বিশেষ ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ‘যশ রাজ ফিল্মস’-এর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পাঠান দিবস’ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। পোস্টারের ছবিতে লেখা ‘এই শুক্রবার হলো পাঠান দিবস’। পাশাপাশি ক্যাপশনে লেখা হয়, ‘পাঠান দিবস আসছ ‘।
ভারতজুড়ে এরই মধ্যে পাঠান ৫০০ কোটির ব্যবসা করেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আমাদের সঙ্গে এসে উদযাপন করুন। ভারতজুড়ে মাত্র ১১০ রুপিতে বুক করুন আপনার টিকিট।’
শাহরুখ খানের ছবিতে দর্শকের অফুরান ভালোবাসার জন্য প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অনুরাগীদের উপহার বলা যেতেই পারে। ‘পাঠান’ সিনেমা এরই মধ্যে ভারতের বাইরে ৪৪.২৭ মিলিয়ন আয় করেছে। ভারতে সিনেমার আয় ৪৯৮.৮৫ কোটি রুপি।
আরও পড়ুন: শাহরুখ খানের হাতে ৫ কোটি টাকা মূল্যের নীল ঘড়ি
এর মধ্যে সিনেমাটির হিন্দি সংস্করণের আয়ের পরিমাণ ৪৮১.৩৫ কোটি রুপি। ডাবিং সংস্করণ আয় করেছে ১৭.৫০ কোটি রুপি। বিশ্বজুড়ে মোট আয় ৯৬৩ কোটি রুপি। এক কথায় বলা যায় ‘পাঠান’ সিনেমাটির জয়জয়কার। বাদশা ফিরে পেয়েছেন তার বলিউডের রাজত্ব।