এই বছর হজ থেকে বঞ্চিত হচ্ছে পাকিস্তানি নাগরিকগণ

প্রকাশ : 2023-05-14 12:15:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এই বছর হজ থেকে বঞ্চিত হচ্ছে পাকিস্তানি নাগরিকগণ

অর্থনৈতিক সংকটে এ বছর পবিত্র হজ পালন করতে কাউকেই সৌদি আরবে পাঠাতে পারছে না পাকিস্তান। ৭৫ বছরের ইতিহাসে এবারই প্রথম হজ পালনে ইচ্ছুকদের জন্যে সৌদি আরবের বরাদ্দ করা কোটা ফিরিয়ে দিয়েছে দেশটি। পাকিস্তানের জন্য ৮ হাজার হজ কোটা বরাদ্দ রেখেছিলো সৌদি আরব। কিন্তু এ বছর সেই কোটা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। 

ধর্ম মন্ত্রণালয়ের জানিয়েছে, হজ কোটা অনুযায়ী লোক পাঠালে সরকারের ২ কোটি ৪০ লাখ ডলার ব্যয় হবে। এই অতিরিক্ত ব্যয় বাঁচানোর জন্য সরকার এবার কাউকেই পাকিস্তান থেকে হজে পাঠাচ্ছে না। 

পাকিস্তান সরকার অবশ্য আগেই বলেছিলো হজ আবেদনকারীদের জন্য এ বছর কোনো ব্যালটিং হবে না। কারণ, আগে থেকেই বোঝা যাচ্ছে এবার পর্যাপ্ত আবেদনকারী পাওয়া যাবে না। এই প্রেক্ষাপটে সরকার এখন বেসরকারি হজ অপারেটরদের জন্য অব্যবহৃত হজ কোটা বরাদ্দ করার কথা চিন্তা করছে। সূত্র: আনন্দ বাজার