এইবার বিয়ের গুঞ্জনের পালা তামান্না ভটিয়ার
প্রকাশ : 2022-11-17 12:26:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভারতীয় সিনেমায় এই সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তামান্না ভাটিয়া। দক্ষিণের তামিল-তেলেগু থেকে উত্তরের বলিউড, সবখানেই কাজ করছেন তিনি। তবে এবার কাজের ফাঁকে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন সুদর্শনা এই তারকা।
শোনা যাচ্ছে, ওই ব্যবসায়ী বেশ কিছু দিন ধরেই তামান্নার মন জয়ের চেষ্টা করে আসছিলেন। তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন। শেষ পর্যন্ত তামান্নাও নাকি ইতিবাচক সংকেত দিয়েছেন। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও ইঙ্গিত বা বক্তব্য আসেনি। তাই বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই ধরা হচ্ছে। তবে এরকম গুঞ্জন সত্যি হওয়ার নজির বলিউডে পাওয়া যায়।
এদিকে তামান্না ভাটিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘প্ল্যান আ প্ল্যান বি’ সিনেমায়। এটি গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। ছবিটিতে তার বিপরীতে আছেন রিতেশ দেশমুখ। অন্যদিকে ‘ভোলা শঙ্কর’, ‘বোলে চুড়িয়া’, ‘গুরথুন্ডা সিথাকালাম’, ‘বান্দ্রা’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে এই অভিনেত্রীর হাতে।