উড়ন্ত অবস্থায় তেলের ট্যাংকি ফুটো, প্লেনের জরুরি অবতরণ

প্রকাশ : 2023-02-22 12:52:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

উড়ন্ত অবস্থায় তেলের ট্যাংকি ফুটো, প্লেনের জরুরি অবতরণ

উড়ন্ত অবস্থায় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের তেলের ট্যাংক হঠাৎ ফুটো হয়ে যায়। তার জেরে ৩০০ যাত্রী নিয়ে দিল্লিগামী ফ্লাইটকে জরুরি অবতরণ করতে হয়েছে সুইডেনের বিমানবন্দরে। 

ফ্লাইটটি আমেরিকার নেয়ার্ক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু মাঝ আকাশেই উড়োজাহাজের তেলের ট্যাংকের ফুটো দিয়ে জ্বালানি বের হতে শুরু করলে জটিলতা তৈরি হয়।

জানা গেছে, বোয়িং ৭৭৭-৩০০ইআর এয়ারক্রাফটের একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয় তেলের ট্যাংকে ফুটোর কারণে। এরপরই স্টকহোমের বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়। পরে ৩০০ জন যাত্রী নিয়ে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি।

বিজ্ঞাপন

আরো জানা যায়, ট্যাংকের ফুটোর কারণে তেল বেরিয়ে আসছিল। সঙ্গে সঙ্গে উড়োজাহাজের সেই ইঞ্জিনটি বন্ধ করে দেওয়া হয়। অবতরণের পর পরীক্ষায় দেখা যায়, উড়োজাহাজের দু’নম্বর ইঞ্জিনের তেলের ট্যাংক থেকে তেল চুইয়ে বেরিয়ে আসছিল। তা ঠিক করা হয়েছে

গত সোমবারও এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী একটি উড়োজাহাজকে লন্ডনে জরুরি অবতরণ করানো হয়।