উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন

প্রকাশ : 2025-10-24 17:05:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদী নির্বাচন।আগামী ২৫ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি হরগঙ্গা কলেজ রোডের কড়ইতলায় অবস্থিত মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনের ঘোষণা আসার পর থেকেই প্রার্থীরা সকল নিয়ম মেনে ভোটারদের মন জয় করতে চালিয়েছেন প্রচারণা। এবারের নির্বাচনে কার্যকরী পরিষদের মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এর মধ্যে ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুইটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী শনিবার।

গতকাল (২৩ অক্টোবর) ছিল প্রচার-প্রচারণার শেষ দিন। শেষ দিনের প্রচারণা শেষে প্রার্থীরা একত্রিত হন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে। সেখানে তারা নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

এ সময় মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কে. এম. সাইফুল্লাহ ভূঁইয়া সাংবাদিকদের বলেন,> “একটি উৎসবমুখর ও গণতান্ত্রিক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সবাই নিয়ম মেনে অংশগ্রহণ করুক, যাতে সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।”

এছাড়া প্রার্থীরাও নিজেদের অভিমত ব্যক্ত করে জানান, তাঁরা সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন প্রত্যাশা করছেন।

সব মিলিয়ে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শনিবারের ভোটে কে জয়ী হবেন—সেই অপেক্ষায় এখন প্রেসক্লাবের সদস্যরা।