উন্নত চিকিৎসার জন্য ঢামেকে ছাত্র আন্দোলনে আহত ১০১ জন
প্রকাশ : 2024-08-12 13:08:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে আহত হয়ে চিকিৎসাধীন ১০১ জনকে উন্নত চিকিৎসার জন্য গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।
রোববার (১১ আগস্ট) দুপুর ১২টা থেকে সোমবার (১২ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত সময়ে তাদের ঢামেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ১০ জনকে ভর্তি দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার থেকে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সহিংসতার ঘটনায় আহতদের অনেকে বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমাদের হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদের মধ্যে দায়িত্বরত চিকিৎসক ১০ জনকে ভর্তি দিয়েছেন।
জানা যায়, এখনও রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে উন্নত চিকিৎসার জন্য আহতরা ঢাকা মেডিকেলে আসছেন।
আরও জানতে > আহত সবার চিকিৎসা ব্যয় বহন করাসহ ৮ সিদ্ধান্ত
সা/ই