উদ্বোধন হলো মেহেরপুরে ঐতিহাসিক স্বাধীনতা সড়ক

প্রকাশ : 2021-03-28 08:32:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

উদ্বোধন হলো মেহেরপুরে ঐতিহাসিক স্বাধীনতা সড়ক

উদ্বাধন হলো মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর থেকে ভারতের পশ্চিমবঙ্গের হৃদয়পুর হয়ে কলকাতা স্বাধীনতা সড়ক। শনিবার সন্ধ্যা ৭টার দিকে দুই দেশের প্রধানমন্ত্রী সমঝোতা স্বারক সাক্ষরকালে এই ঘোষণা দেন। দুই দেশ এই সড়কটির নাম দিয়েছে স্বাধীনতা সড়ক। কেননা ১৯৭১ সালে ১৭ এপ্রিল এই সড়ক দিয়েই ভারত হয়ে জাতী নেতৃবৃন্দ সহ ভারতীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ মুজিবনগর পৌছে দেশের প্রথম সরকার গঠন হয়েছিল। পরে শনিবার সন্ধ্যা ৭ টায় স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের সচিব হেলাল উদ্দিন সরকারের পক্ষে মেহেরপুর মুজিবনগরে স্বাধীনতা সড়ক প্রান্তে অপেক্ষমান কর্মকর্তা উৎসুক জনতাকে সরকারের এই সিদ্ধান্ত পড়ে শোনান। 

এই সময় জনপ্রাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভার্চুয়াল সভায় বলেন দেশের একমাত্র স্বাধীনতা সড়ক উদ্বাধনের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ হলো। মেহেরপুর জেলা প্রশাসক মুনসুর আলম খাঁন জানান, এই সড়ক আমাদের মুক্তিযুদ্ধের আবেগের সড়ক। তাই দুই দেশের কাছে এই সড়ক খুবই গুরুত্বপূর্ণ।