উত্তর গাজায় আবারও হামলা
প্রকাশ : 2024-01-17 11:24:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাংগঠনিক ‘কাঠামো ভেঙে’ দেওয়া হয়েছে দাবি করে গত দুই সপ্তাহ সেখানে হামলা শিথিল করেছিল ইসরায়েলি বাহিনী। তবে গতকাল মঙ্গলবার সেখানে ব্যাপক ট্যাংক হামলা চালানো হয়েছে। খ্রিষ্টীয় নববর্ষের পর গতকাল সেখানে সবচেয়ে তীব্র লড়াই হয় বলে বাসিন্দারা জানিয়েছেন।
উত্তর গাজার সীমান্ত এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে দেখা গেছে। দুই সপ্তাহ ধরে সেখানে এ ধরনের হামলা কম দেখা গিয়েছিল। উত্তর গাজায় সেনা কমিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার ওপর জোর দিয়ে আসছিল ইসরায়েলি বাহিনী।
এ ছাড়া গতকাল রাতে সীমান্তজুড়েও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সকালে গাজার যোদ্ধাদের ছোড়া রকেট ভূপাতিত করতে দেখা যায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোমকে’। এতে প্রমাণিত হয় যে ১০০ দিনের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলা সত্ত্বেও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো নিজেদের সক্ষমতা ধরে রেখেছে।
গতকাল গাজা সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলো লক্ষ্য করে ৫০টির মতো রকেট ছুড়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
সান