উত্তরে ঝড়, দক্ষিণে দাবানল- বিপর্যস্ত ইতালি

প্রকাশ : 2023-07-26 11:06:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

উত্তরে ঝড়, দক্ষিণে দাবানল- বিপর্যস্ত ইতালি

চরম আবহাওয়ার বিরুদ্ধে রীতিমত লড়াই করতে হচ্ছে ইতালিকে। মঙ্গলবার ভোররাতে শক্তিশালী ঝড়ের কবলে পড়ে দেশটির উত্তরাঞ্চল। অন্যদিকে, তীব্র দাবদাহে পুড়ছে দেশটির দক্ষিণাঞ্চল। সৃষ্টি হয়েছে একাধিক দাবানলের।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ইতালির পালেরমো নগরীকে ‘ঘিরে ফেলেছে’ দাবানল।

গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপজুড়ে চলছে তীব্র দাবদাহ। ইতালিতেও তার ব্যতিক্রম হয়নি। এরমধ্যেই মঙ্গলবার ইতালির উত্তরাঞ্চলে আঘাত হানে শক্তিশালী ঝড়। ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে গেছে, উড়ে গেছে অনেক ভবনের চাল। ঝড়ে দুই জনের মৃত্যু এবং একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কোথাও কোথাও ঝড়বৃষ্টির সঙ্গে টেনিস বল আকারের শিলা পড়েছে। যার আঘাতে আহত হয়েছে মানুষ। ক্ষতি হয়েছে গাড়ি এবং ফসলের।

বিবিসি জানায়, সামার ক্যাম্পে আসা ১৬ বছরের এক কিশোরীর তাঁবুর উপর একটি গাছ ভেঙে পড়লে সে মারা যায়। ব্রেশিয়া নগরীর কাছে সামার ক্যাম্পে আসা ওই কিশোরী ঝড়ের সময় তার তাঁবুতে ঘুমিয়ে ছিল।

মিলানের উত্তরের লিসোনে শহরে মাঝবয়সী এক নারীও গাছচাপা পড়ে মারা যান। ঝড়ের সময় সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার।

গাছের ডাল ভেঙে পড়তে পারে আশঙ্কায় মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের বিভিন্ন সরকারী উদ্যান থেকে দূরে থাকতে বলেছেন।

সামাজিক যোগাযোগ মাাধ্যম ফেসবুকে এক ভিডিওতে মিলানের মেয়র যুসেফ সালা বলেন, “আমি আগে কখনো এমনটা দেখিনি..জলবায়ু পরিবর্তন যে আমাদের জীবনকে পাল্টে ফেলছে সেটা আর খুব বেশিদিন আমরা অস্বীকার করতে পারবো না।

“কিছুই হচ্ছে না এমন ভাব আমরা আর দেখাতে পারবো না এবং নিশ্চিতভাবেই আমাদের আর কিছু করারও থাকবে না।”

অন্যদিকে, সিসিলি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে। সেখানে দীর্ঘদিন ধরে দাবদাহ চলছে..যার প্রভাবে এখন সেখানে একাধিক দাবানল জ্বলছে।

দাবানলে ধ্বংস হয়ে যাওয়ার মুখে পড়েছে দ্বীপটির শহর ও নগরীগুলো। কাতানিয়ায় সোমবার ৪৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে।

দ্বীপজুড়ে থাকা অনেক রিসোর্ট এবং পর্যটক জনপ্রিয় স্থানগুলো থেকে অতিথিদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে।

দাবানল বিপদজনক দূরত্বে পৌঁছে যাওয়ায় মঙ্গলবার সকালেই পালেরমো বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। দাবানলে সৃষ্ট ধোঁয়াতেও স্থানীয়রা অসুস্থ হয়ে পড়েছেন।