ঈদে পরীমনির নতুন সিনেমা
প্রকাশ : 2023-02-28 14:22:01১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন চিত্রনায়িকা পরীমণি। তাদের দেখা যাবে ‘কাগজের বউ’ সিনেমাতে। এটি নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চোধুরী। সিনেমাটি মুক্তি পাচ্ছে পেতে যাচ্ছে ঈদে।
‘কাগজের বউ’ নিয়ে ডিএ তায়েব বলেন বলেন, ‘ছবিতে পরীমণি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিয়েতে তার সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। এই রকম একটা গল্প নিয়ে সিনেমা।’
তিনি আরও বলেন, ‘অনেকদিন পর বাংলা সিনেমায় সামাজিক, পারিবারিক গল্প আসতে যাচ্ছে। একটা সময় এ ধরনের সিনেমা খুব নির্মাণ হতো। সময়কে মাথায় রেখে নতুনভাবে গল্প ও চরিত্রগুলো ফিরে আসবে।’
প্রযোজনা করছেন মাহবুবা শাহরীন। সিনেমাটিতে ডিএ তায়েব ও পরীমণি ছাড়াও চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকে অভিনয় করছেন।