ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন সেবা দানকারীদের প্রতি নির্দেশাবলী
প্রকাশ : 2023-06-26 16:33:11১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপে না ওঠার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানান আইজিপি।
সোমবার (২৬ জুন) রাজধানীর গাবতলীর গরুর হাট এবং বাস স্ট্যান্ডকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এএসপি পদ মর্যাদার কর্মকর্তারা সবাই দায়িত্ব পালনে রাস্তায় থাকবেন। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ঈদ আনন্দ করতে গ্রামে যেতে পারেন, তা নিশ্চিত করতে সাধারণ মানুষের পাশে রয়েছে পুলিশ।’
যেকোনও প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ জানিয়ে আইজিপি আরও বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সেবা নিতে পারবেন। ঘরমুখো মানুষের অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশি টহল, মোটরসাইকেল টহল থাকবে। ফিটনেসবিহীন এবং মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়কে না নামানোর জন্য বলা হয়েছে। এসব অসঙ্গতিপূর্ণ গাড়ি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’
জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপে না ওঠার আহ্বান জানান পুলিশের মহা পরিদর্শক। তিনি বলেন, ‘সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে এলে তারা যাত্রীদের নামিয়ে দেবে।’ মাঝপথে নামিয়ে দেওয়ার চেয়ে অন্য ব্যবস্থায় যাওয়ার কথা বলেন তিনি। অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন বা লঞ্চে না ওঠার আহ্বান জানান আইজিপি।
জাল নোটের ব্যবসায়ীদের হুঁশিয়ার করে আইজিপি আরও বলেন, ‘যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। গত দুই মাসে প্রায় তিন কোটি টাকা সমমূল্যের জাল টাকা উদ্ধার করা হয়েছে। জাল টাকা কারবারিদের গ্রেফতার করা হয়েছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং ছিনতাইকারীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। যারা প্রতারণার সঙ্গে জড়িত তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। পর্যটন কেন্দ্রগুলো নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’