ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল হস্তান্তর

প্রকাশ : 2023-03-12 12:25:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল  হস্তান্তর

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল বিজয়ী-এর নিকট মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠান ১০ মার্চ ২০২৩ যশোরের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী মালয়েশিয়া প্রবাসী মোঃ মফিজ এর পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে জীবননগর শাখার গ্রাহক তাঁর স্ত্রী মোছাঃ হামিদা বেগম-এর নিকট এই পুরস্কার হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মাহবুব মোর্শেদ, আহমেদ জোবায়েরুল হক ও যশোর জোনপ্রধান মোঃ শফিউল আজম উপস্থিত ছিলেন।

আগামী ১৪ মে ২০২৩ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের গ্রাহকদের মধ্যে প্রতি ব্যাংকিং দিবসে ১জন গ্রাহক মোটরসাইকেল জিতে নিতে পারবেন।