ইসরায়েলের ‘দ্বিরাষ্ট্রীয় সমাধানের বারবার প্রত্যাখ্যান’ অগ্রহণযোগ্য- জাতিসংঘ

প্রকাশ : 2024-01-24 12:11:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইসরায়েলের ‘দ্বিরাষ্ট্রীয় সমাধানের বারবার প্রত্যাখ্যান’ অগ্রহণযোগ্য- জাতিসংঘ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলের ‘দ্বিরাষ্ট্রীয় সমাধানের স্পষ্ট ও বারবার প্রত্যাখ্যান’ অগ্রহণযোগ্য। এটি কেবল গাজায় সংঘাতকে দীর্ঘায়িত করতে পারে।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উচ্চপর্যায়ের এক বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন গুতেরেস। ফিলিস্তিনের গাজায় ত্রাণ পাঠানোর প্রসঙ্গটি ছিল বৈঠকের কেন্দ্রীয় বিষয়।

জাতিসংঘের মহাসচিব বলেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্রের অস্বীকৃতি শুধু সর্বত্র চরমপন্থীদের উৎসাহিত করবে। অনির্দিষ্টকালের জন্য সংঘাতকে প্রসারিত করবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে গুতেরেস বলেন, গত সপ্তাহে ইসরায়েল সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্বিরাষ্ট্রীয় সমাধানের স্পষ্ট ও বারবার প্রত্যাখ্যানের বিষয়টি অগ্রহণযোগ্য।

গুতেরেস বলেন, এই প্রত্যাখ্যান, ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রের অধিকারকে অস্বীকার করা একটি সংঘাতকে অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত করবে, যা বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ভয়, ঘৃণা ও সহিংসতার অন্তহীন চক্র থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্রীয় সমাধান। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার সমাধানের একমাত্র উপায় দ্বিরাষ্ট্রীয় সমাধান।

গুতেরেস বলেন, গাজার জনগণ ইতিহাসের নজিরবিহীন মাত্রা ও গতিতে বিনাশের শিকার হচ্ছে। গাজার জনগণের সমষ্টিগত শাস্তিকে কোনো কিছুই ন্যায্যতা দিতে পারে না।

হামাসের ‘উদ্দেশ্যপ্রণোদিত হত্যা, আহত করা, বেসামরিক নাগরিকদের অপহরণ, তাঁদের বিরুদ্ধে যৌন সহিংসতার’ আচরণেরও নিন্দা জানান জাতিসংঘ মহাসচিব।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী, এই হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হন। জবাবে ৭ অক্টোবর থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

সান