ইরানের পারমাণবিক কেন্দ্রে নাশকতায় কোনোভাবেই জড়িত নয়: হোয়াইট হাউস
প্রকাশ : 2021-04-13 09:18:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতার ঘটনায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় সোমবার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে একথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।
রোববার ইরানের ইসফাহান প্রদেশের নাতাঞ্জ কাউন্টির ভূগর্ভস্থ এই পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছিল।
একদিন আগের এই ঘটনাকে ‘পারমাণবিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করে ইরানি কর্তৃপক্ষ। দেশটির দাবি, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তেহরানের রয়েছে।
তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সোমবার সংবাদিকদের বলেন, ‘এই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। এছাড়া ইরানের এই পারমাণবিক কেন্দ্রে নাশকতার কারণ ও এর প্রভাব নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’
এদিকে সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, রোববার নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা দুর্ঘটনায় ইসরায়েল জড়িত এবং এর প্রতিশোধ গ্রহণ করা হবে। তিনি বলেন, ইসরায়েলের অন্তর্ঘাতমূলক তৎপরতার জবাবে পরমাণু ক্ষেত্রে আরও সফলতা অর্জনের চেষ্টা করবে ইরান।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়ে তারা (ইসরায়েল) যদি মনে করে থাকে যে, এর মাধ্যমে আলোচনায় আমরা দুর্বল অবস্থায় থাকবো তাহলে সেটি তাদের ভুল হবে বরং তাদের জানা উচিত এই ধরনের কর্মকাণ্ড আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।’
এদিকে, ইসরায়েলের বেশ কিছু গণমাধ্যমে অজ্ঞাত গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ একটি সফল নাশকতা অভিযান পরিচালনা করেছে। এর ফলে সেখানে পারমাণবিক সমৃদ্ধকরণের কাজ কয়েক মাসের জন্য পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ইসরায়েল নাতাঞ্জ নাশকতার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নাতাঞ্জের বেশিরভাগ ভূগর্ভে অবস্থিত। দেশটিতে যে কয়েকটি পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নজরদারির অনুমতি রয়েছে, নাতাঞ্জ সেসবের একটি।
এদিকে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি সোমবার বলেছেন, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের জরুরি বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি জানান, নাশকতার বিষয়ে কিছু ক্লু পাওয়া গেছে। ইতোমধ্যেই জরুরি বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে, বাকি কাজ এগোচ্ছে।
সালেহি বলেন, এ ধরনের তৎপরতার মাধ্যমে শত্রুরা ইরানিদের হতাশ করতে চায়, কিন্তু তারা সফল হতে পারবে না। এ ধরনের তৎপরতার মাধ্যমে ইরানকে তার লক্ষ্য থেকে বিচ্যুৎ করা যাবে না। ইরানকে থামিয়ে দেওয়া যাবে না। সূত্র: এএফপি