ইরানকে ইসরায়েল-হামাস যুদ্ধে না জড়ানোর সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের
প্রকাশ : 2023-10-10 12:34:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইসরায়েল-হামাসের চলমান সংঘাতে না জড়াতে ইরানকে সতর্ক করে এক মার্কিন শীর্ষ জেনারেল বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কোনভাবেই চায় না এই লড়াই আরও বিস্তৃত হোক।’ ইরান এই যুদ্ধে জড়ানোর প্রশ্নের জবাবে বিমান বাহিনীর জেনারেল চার্লস কুইন্টন ব্রাউন বলেন, ‘না জড়ানো’।
তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রণতরী ইসরায়েলের কাছাকাছি মোতায়েনের উদ্দেশ্য ছিল দেশটির পক্ষে সমর্থনের স্পষ্ট বার্তা।
উপস্থিত সাংবাদিকদের জেনারেল ব্রাউন আরও বলেন, এই সংঘাতকে আরও বিস্তৃত প্রতিরোধের জন্য একটি শক্তিশালী বার্তা পাঠাতেই এই পদক্ষেপ।
আগের দিন ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে ইসরায়েলের দিকে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহিনীর রণতরী অগ্রসরের খবর ছড়িয়ে পড়ে। হামাসের হামলা প্রতিরোধে ইসরায়েলকে অতিরিক্ত সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ দিয়ে সহায়তা করা হবে বলে জানায় ওয়াশিংটন। প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করার পরই তাৎক্ষণিক পদক্ষেপ নেয় মার্কিন প্রশাসন। তবে, ইসরায়েলের পক্ষে এমন একতরফা সমর্থনে যুক্তরাষ্ট্রের নিন্দা জানায় বিভিন্ন মহল।
গত শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চল হয়ে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জেরে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দু’পক্ষের পাল্টাপাল্টি সংঘাতে অন্তত ৯০০ ইসরায়েলি এবং ফিলিস্তিনের প্রায় ৭০০ জন নিহত হয়েছেন।
এই পরিস্থিতিকে হামাস ও ফিলিস্তিনের ইসলামিক জিহাদী গোষ্ঠীকে কড়া জবাব দিতে গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়ে বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এখানে যেকোনও সময় স্থল অভিযান চালানোরও হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
সূত্র: আল জাজিরা
সান