ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, বর-কনেসহ মৃত্যু শতাধিক

প্রকাশ : 2023-09-27 13:22:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, বর-কনেসহ মৃত্যু শতাধিক

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর নিনেভেহ প্রদেশে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগিকাণ্ডে অন্তত ১১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হন দেড়শতাধিক। নিহতদের মধ্যে বর ও কনে রয়েছে বলে ধারণা করছে স্থানীয় সংবাদমাধ্যম। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ এর দিকে আল-হামদানিয়া জেলায় এ ঘটনা ঘটে।

ইরাকের নিউজ এজেন্সি নিনা অগ্নিকাণ্ডের কিছু ছবি প্রকাশ করেছে– তাতে দেখা গেছে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বিয়ের হল পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্রতায় ভবনের ছাদের একাংশ ধসে পড়ে। কীভাবে আগুনের সূত্রপাত হলো, এখনও আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি ইরাকি কর্তৃপক্ষ। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর জানিয়েছে, দাহ্য পদার্থ্য এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে হলের ছাদের কিছু অংশ ধসে পড়ে। এই ঘটনাটি ঘটে আগুন লাগার কয়েক মিনিটের মাথায়।
বুধবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করতে গেছে দমকলকর্মীদের। কেউ জীবিত আছে কিনা, ধ্বংসস্তূপে সন্ধান চালাচ্ছে তারা।

ইমাদ নামের একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, ‘আমরা হল থেকে আগুনের লেলিহান বেরিয়ে আসতে দেখি। অনেকে দ্রুত বের হয়ে আসে হল থেকে। সবাই বেরিয়ে আসতে পারেনি।’

এদিকে হাসপাতালে দগ্ধদের চাপে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। দেখা দিয়েছে জরুরি ওষুধ সংকট। এ অবস্থায় আহতদের নিনেভেহ প্রদেশের বিভিন্ন হাসপাতাল পাঠানো হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যু বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় দুঃখপ্রকাশ করে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী। সূত্র: বিবিসি, আল জাজিরা

 

সান