ইম্প্রেশনিস্ট শিল্পীদের মধ্যে অন্যতম ক্লোদ মোনে
প্রকাশ : 2023-11-14 12:45:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বর্তমানে চিত্রশিল্পীরা আউটডোর ছবি একে থাকেন। আউটডোর অর্থাৎ প্রকৃতি বা অন্য কোন কিছু তৎক্ষণাৎ নিজের ক্যানভাসে তুলে ধরা। হতে পারে সেটা সমুদ্র, বন, পাহাড়, সূর্যোদয়, সূর্যাস্ত অথবা কোন কাল। কিন্তু রেনেসা পরবর্তী ইম্প্রেশনিস্ট যুগে এভাবে কেই ছবি আকতনা। পৌরাণিক কাহিণী অবল্বনে অথবা উচ্চশ্রেণীর মানুষের ছবি একে জীবিকা নির্বাহ করা ছিল ছবি আকার কাজ। পরবর্তীতে ভ্যান গগসহ আরো অনেক শিল্পী নিজের আত্মপ্রকাশের জন্য ছবি আকতে শুরু করেন।
তারো পরে ইম্প্রেশনিসমের সময় ক্লোদ মোনে (১৪ই নভেম্বর, ১৮৪০ – ৫ই ডিসেম্বর, ১৯২৬)সূর্যোদয়, অন্তর্মুদ্রা (Impression, soleil levant) নামে একটি ছবির মাধ্যমে চোখে দেখা প্রতিকৃতি ক্যানভাসে প্রকাশ করেন। তিনি ফ্রান্সের অন্যতম ইম্প্রেশনিস্ট আর্টিস্ট। তার অন্যান্য চিত্রকর্মগুলো হল।
তার অন্যান্য চিত্রকর্মগুলোর কয়েকটি।
Rough Sea at Etretat, Cabin at Varengville, The Cape Martin
সান