ইমরান খানের সাথে সাক্ষাতের ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা

প্রকাশ : 2024-03-13 11:31:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইমরান খানের সাথে সাক্ষাতের ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাতের ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ এ–সংক্রান্ত নোটিশ জারি করেছে।

বর্তমানে পাঞ্জাবের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। বিভিন্ন মামলায় তাঁর ৩১ বছরের সাজা হয়েছে।

নোটিশে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করা, বৈঠক ও সাক্ষাৎকারের মতো সব ধরনের পরিদর্শন বন্ধ থাকবে। এ ছাড়া কারা চত্বরের বাইরে কাঁটাতারের বেড়া বসানোর নির্দেশনাও দেওয়া হয়েছে নোটিশে।

এর আগে গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদিয়ালা কারাগারের মানচিত্র, বিস্ফোরকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। দেশটির সন্ত্রাস দমন বিভাগ (সিপিডি) এ কথা জানিয়েছে।

এ ছাড়া গত বছরের ৭ নভেম্বর আদিয়ালা কারাগারের এক কিলোমিটার দূরের একটি এলাকা থেকে বিস্ফোরক সরঞ্জামসহ একটি থলে উদ্ধার করা হয়।

 

সান