ইমরান খানের সাজা স্থগিত,মু্ক্তির নির্দেশ

প্রকাশ : 2023-08-29 14:38:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইমরান খানের সাজা স্থগিত,মু্ক্তির নির্দেশ

তোষাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেয়া সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার আদালত সংক্ষিপ্ত রায়ে বলে, পিটিআই প্রধানকে জামিনে মুক্তি দিতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। আদালত আরও জানায়, সাজা স্থগিত করার বিস্তারিত কারণ পরে জানানো হবে। এই রায়কে ইমরান খানের জন্য বড় আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে। তোষাখানা মামলায় তাকে অভিযুক্ত করে সাজা দেয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ইমরান। এর আগে এ মাসের শুরুর দিকে জেলা ও দায়রা জজ আদালত ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের জেল এবং এক লাখ রুপি জরিমানা করে। ফলে বছরের শেষের দিকে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ শেষ হয়ে যায় তার। এখন এমন সময়ে তার সাজা আদালত স্থগিত করেছে, যখন দেশ জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। দেশজুড়ে ইমরান খানের রয়েছে ব্যাপক জনসমর্থন।