ইমরান খানের পর ফার্স্টলেডি বুশরা মানেকাও করোনা আক্রান্ত

প্রকাশ : 2021-03-21 12:18:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইমরান খানের পর ফার্স্টলেডি বুশরা মানেকাও করোনা আক্রান্ত

টিকা নেওয়ার মাত্র দুদিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির ফার্স্টলেডি হিসেবে পরিচিত তার স্ত্রী বুশরা মানেকাও আক্রান্ত হয়েছেন একই ভাইরাসে। ইমরান খানের পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী জুলফিকার বুখারি এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

টুইটবার্তায় বুখারি লিখেছেন, আমাদের ফার্স্টলেডি করোনায় আক্রান্ত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও ফার্স্টলেডির দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাদের আরোগ্য দান করুন।

এর আগে শনিবার ইমরান খানের স্বাস্থ্যবিষয়ক জাতীয় উপদেষ্টা ফয়সাল সুলতান এক টুইটে ইমরান খান করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। 

এক প্রতিবেদনে ডন জানিয়েছে, একই দিন আক্রান্ত হয়েছেন ইমরান খান ও বুশরা বিবি। বর্তমানে তারা বাড়িতে সেলফ আইসোলেশনে আছেন। 

গত বৃহস্পতিবার টিকা নিয়েছিলেন ইমরান।  এর আগের দিন টিকা নেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। তবে তারা কোন ব্র্যান্ডের টিকা নিয়েছেন এ ব্যাপারে কিছু জানানো হয়নি।