ইমরান খানের দ্রুত সুস্থতা চেয়ে মোদির টুইট

প্রকাশ : 2021-03-21 11:51:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইমরান খানের দ্রুত সুস্থতা চেয়ে মোদির টুইট

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পরে তার দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

গতকাল শনিবার রাত ৮টার দিকে তিনি এক টুইট বার্তায় ইমরান খানের সুস্থতা কামনা করেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, কোভিড-১৯ থেকে দ্রুত সুস্থ হওয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি শুভকামনা জানাচ্ছি।

প্রসঙ্গত, এর আগে আজ দুপুরে ইমরান খানের করোনা পজিটিভ হওয়ার খবর জানান তার স্বাস্থ্য সহযোগী ডা. ফয়সাল সুলতান। তিনি করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার দুদিনের মাথায় করোনা পজিটিভ হন। 

ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে বাড়িতে স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর তার দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন রাজনৈতিক নেতারা টুইট করেছেন।