ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত
প্রকাশ : 2021-12-30 10:29:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
হাজারো দ্বীপবেষ্টিত মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলে মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প আঘাত হানে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ২০০ কিলোমিটার। ওই দ্বীপপুঞ্জে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
যদিও আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া এখনো ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটির পূর্বাঞ্চলে।
সে সময় সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও তখন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর আগে ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি আছড়ে পড়ে।
সেই ভূমিকেম্পে ওই অঞ্চলে দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়। যা ছিল দেশটির ইতিহাসে ভূমিকম্পে সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা।
ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হওয়ার প্রবণতা রয়েছে। কারণ দেশটি রিং অব ফায়ার এবং আল্পাইড বেল্টের সংযোগস্থলে অবস্থিত। আগ্নেয়গিরি এবং ভূমিকম্প অঞ্চল হিসেবেও এটির পরিচিতি রয়েছে।