ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রায় ভূমিকম্প

প্রকাশ : 2024-03-24 12:16:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রায় ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেংগরা প্রদেশের উপকূলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির ভূপদার্থবিদ্যা সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামজিক যোগাযোগমাধ্যম এক্সে ভূপদার্থবিদ্যা সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের এ ঘটনায় কোনও ধরনের সুনামি হওয়ার সম্ভাবনা নেই।

সংস্থাটি জানিয়েছে, পূর্ব নুসা টেংগরা প্রদেশের এন্ডে শহরের ১০৪ কিলোমিটার (65 মাইল) দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর গভীরতা ছিল ৪৭ কিলোমিটার।

ভূমিকম্পের প্রভাবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হয়। গত বছরের নভেম্বরে দেশটির বান্দা সাগর এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তার আগে ২০২২ সালের নভেম্বরে পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ৬০২ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া ২০০৪ সালে সুমাত্রায় ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প এবং তৎপরবর্তী সুনামিতে এই অঞ্চলে দুই লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছিলেন। এদের মধ্যে এক লাখ ৭০ হাজার মানুষ ছিলেন ইন্দোনেশিয়ার।

 

সান