ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নিহত বেড়ে ১৩

প্রকাশ : 2023-12-05 13:27:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নিহত বেড়ে ১৩

ইন্দোনেশিয়ায় পশ্চিমাঞ্চলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১০ পর্বতারোহী।

আজ মঙ্গলবার একজন স্থানীয় উদ্ধার কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পাডাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আব্দুল মালিক সংবাদমাধ্যমকে জানান, গতকাল সোমবার আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০ পর্বতারোহী। এ ছাড়া ৫২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

মালিক বলেন, আগ্নেয়গিরির ছাই পাহাড়ের পাদদেশে পড়েছে। বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। পাহাড়া ওঠার পথ খাড়া এবং পিচ্ছিল হওয়ায় উদ্ধারকর্মীদের জন্য এটি একটি চ্যালেঞ্জ।

এর আগে সোমবার সুমাত্রা দ্বীপের মাউন্ট মারাপির গর্তের কাছ থেকে ১১ জন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া দা রিং অব ফায়ারে অবস্থিত। এট প্রশান্ত মহাসাগরের প্রান্তে সমুদ্রগর্ভস্থ আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের স্থানগুলোর একটি বলয়। এ অঞ্চলে অনেক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় এবং ভূমিকম্প হয়। দক্ষিণ-পূর্ব এশিয়াতে ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

কা/আ