ইতালির ভেনিস বাংলা স্কুলে ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশ : 2022-04-19 10:17:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পবিত্র রমজান মাস উপলক্ষে ইতালির ভেনিস বাংলা স্কুলের সদস্য ও তাদের পরিবারদের নিয়ে ইফতার ও দোয়া অনুস্ঠিত হয়েছে। সে সময় ইফতারে উপস্থিত ছিলেন উপদেষ্টাদের মধ্যে রহমান বারি, বেল্লাল হোসেন ঢালি ওমর ফারুক নিনি-স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার সহ অনান্য সদস্যরা , শিক্ষিকা ও তাদের পরিবারবর্গ। ইমাম কাইউম মৃধা মুসলিমদের সুখ, শান্তি সমৃদ্ধি ও মঙ্গলের জন্য দোয়া করেন।