ইতালির ভেনিসে বসবাসরত মুন্সীগঞ্জ জেলা বাসীর সভা অনুষ্ঠিত 

প্রকাশ : 2022-06-01 10:20:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইতালির ভেনিসে বসবাসরত মুন্সীগঞ্জ জেলা বাসীর সভা অনুষ্ঠিত 

ইতালির ভেনিসে বসবাসরত  মুন্সীগঞ্জ জেলা বাসীর আয়োজনে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।  ভেনিসের মেসত্রে  ঢাকা বিরিয়ানি হাউজে  অনুষ্ঠিত  এ  মতবিনিময় সভায় জেলার ৬ টি উপজেলার  বিপুল সংখ্যক  প্রবাসী বাংলাদেশী  অংশগ্রহণ করেন । ভেনিসের বিভিন্ন স্হানে ছড়িয়ে ছিটিয়ে  থাকা  মুন্সীগঞ্জ বাসী একে অপরের সাথে পরিচিত হওয়া ও কমিউনিটিতে সকলের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার  লক্ষ্যে  এগিয়ে আহবান জানান  আলোচকরা।   সে সময় বক্তব্য রাখেন,  শামীম দেওয়ান ,  শমশের আকবির পলাশ ,  রিয়াদ হোসেন সহ অনেকে।  উল্লেখ্য  যে দীর্ঘ ২২ বছরে ভেনিসে বসবাসরত  মুন্সীগঞ্জ জেলা বাসীর  এমন ভাবে একত্রিত  হয়ে বসার সুযোগ  হয়নি কখনো ।