ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : 2022-04-24 10:24:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলা সমিতির উদ্যোগে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আগত মুসল্লিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি মোবারক হোসাইন ও সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন মো. কাসেম মিয়া,রফিকুল ইসলাম বারি,কাজী আব্দুল মান্নান,সিরাজুল হক,মোহাম্মদ আলী, এরফান মাষ্টার,রহমত উল্লাহ মাস্টার,টিপু চৌধুরি,তোষন খান,রাশেদ ভূঁইয়া, নুরুজ্জামান,তাজুল ইসলাম,কাজী আব্দুলাহ বাকি রোনাক,জিয়াউর রহমান ভূঁইয়া,শহীদুল ইসলাম শহীদ,আমির হোসেন, আলমাস,বিল্লাল শিকদার,মুসলিম সিকদার, আবুল বাশার প্রমূখ।
ইফতারে অংশগ্রহণ উপস্থিত রোজাদারদের রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম, এছাড়াও সংগঠনের কার্যকরী কমিটি উপদেষ্টা কমিটি সহ স্থানীয় প্রবাসী ও ভেনিসের বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিশ্ব মুলিম উম্মাহর শান্তি ও রমজান মাসে সকলের সুস্থতা কামনা করে ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত করা হয়।