ইতালিতে সম্প্রতি নৌকা ডুবিডে মৃত্যুর ঘটনায় অভিবাসীদের অধিকার আদায় ভেনিসে প্রতিবাদ সমাবেশ
প্রকাশ : 2023-03-14 11:10:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সমুদ্রপথে ইতালিতে অনুপ্রবেশ নিয়ে গত ২৫ ফেব্রুয়ারিতে মৃত্যু বরন করেন শিশু সহ প্রায় ৭৬ জন অভিবাসন প্রত্যাশী। ইতালি সরকার বিভিন্ন দেশ হতে আসা অভিবাসীদের যে বিষয়ে আলচনা করছেন, তা যদি সমুদ্রে তাদের আটকে না রেখে ভেতরে প্রবেশ করিয়ে নিতো তাহলে এতো মৃত্যু দেখতে হতো না বলে জানান ইতালির ভেনিসের আন্দোলন কারীরা।
ইতালির কঠোর সিদ্ধান্তের প্রতিবাদে ও মানুষের মানবিক অধিকার আদায়ের লক্ষ্যে ইতালির বিভিন্ন সংগঠনের সাথে ভেনিস বাংলা স্কুল কতৃপক্ষ সমাবেশে অংশ গ্রহন করেন। অংশগ্রহণ কার সকল সংগঠনের একটাই স্লোগান ছিল বাঁচার অধিকার সকলেরই আছে। এই মানব বন্ধনে প্রবাসীদের ডকুমেন্টস রিনিও করার টাকা প্রবাসীদের পিছনে খরচ হয় না, তা হলে কোথায় খরচ করা হয় এই টাকা। ইন্তেগ্রাযিওনের নামে কোথায় টাকা খরচ করছে। প্রতিবাদ সমাবেশে সমুদ্রে নৌকা ডুবিতে নিহত সকলের জন্য এক মিনিট নিরবতা পালন করেন উপস্তিত সকলে।
সে সময় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দিতে ইতালি সরকারের কাছে অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন। ভেনিস মেস্ত্রের পিয়াচ্ছা ফেরেত্ততে হাজারো মানুষের উপস্থিত বলে দেয় মানুষ মানুষের জন্য।