ইতালিতে ভেনিস বাংলা স্কুলে নরসিংদী ফাউন্ডেশন টিমকে ক্রিকেট সামগ্রী প্রদান
প্রকাশ : 2021-11-07 12:41:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সম্প্রতি অনুষ্ঠিতব্য ইতালিতে ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী নরসিংদী ফাউন্ডেশন টিমকে ক্রিকেট সামগ্রী করা হয়েছে। ভেনিস বাংলা স্কুল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্রিকেট সামগ্রী ক্রয়ে নগদ অর্থ প্রদান করেন স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর সভাপতি এইচ এম রাসেল হাওলাদার ।
খেলাধুলার মান উন্নয়নে ও তরুন প্রজন্মকে বিপথে না গিয়ে খেলাধূলায় মননিবেশ করতে আহবান করেন তিনি। সে সময় এইচ এম রাসেল হাওলাদার কে ফুলের শুভেচ্ছা জানান নরসিংদী ফাউন্ডেশন টিমের কর্মকর্তা ও খেলোয়াড়রা। মোস্তাক আহম্মেদ এর পরিচালনায় সে সময় এইচ এম রাসেল হাওলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন নরসিংদী ফাউন্ডেশনের সদস্য হোসাইন আলী , টিম ম্যানেজার সুমন সরকার , রায়হান , দলের ক্যাপ্টেন রাজিব , শাহিন আহম্মেদ , মোবারক হোসাইন , ফখরুল চৌধুরী , সোহেলা আক্তার বিপ্লবী , উজ্জ্বল , দুলাল , গোলাপ মিয়া , সেলিম প্রমূখ ।