ইতালিতে ভেনিস বাংলা স্কুলের পরিচালনা  কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2022-06-30 20:00:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইতালিতে ভেনিস বাংলা স্কুলের পরিচালনা  কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ইতালির ভেনিসের মেস্রে দান্তে সিনেমা হলে,  পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় । সোহেলা আক্তার বিপ্লবী  ও আশিক পল্স  এর উপস্হাপনায়  বাংলাদেশের  ও ইতালিয়ান জাতীয় সঙ্গীত শেষে আব্দুর  রহমান বারির সভাপতিত্বে ভেনিস বাংলা স্কুলের পরিচালনা কমিটির অভিষেক অনুস্ঠিত হয়েছে।  উক্ত অনুস্ঠানে স্হানিয়  সংসদ সদস্য নিকলা পেলিকিনি সহ অনেক ইতালিয়ান কর্মকর্তা সহ  বাংলা কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেএীবৃন্দ বক্তব্য রাখেন । , বেল্লাল হোসেন ঢালীকে প্রধান উপদেস্টা করে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয় ।  

পুর্নাঙ্গ কমিটিতে  পুনরায়  সৈয়দ কামরুল সরোয়ার কে সভাপতি, এই প্রথম কোন নারী  সোহেলা আক্তার বিপ্লবীকে সাধারন সম্পাদক, সোহেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে  ৩৭ সদস্যের কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।ভেনিস বাংলা স্কুল পরিচালনা পরিষদ কমিটি  নিন্মে দেয়া হলো ,  উপদেষ্টা    বিল্লাল হোসেন ঢালী ,  রফিকুল বারী ,  পলাশ রহমান ,  নান্নু সরদার ,  হান্নান মিয়া ,  হান্নান ফকির ,  ওমর ফারুক নিনি ,  মনোয়ার হোসেন মনির ,  নূর আলী পাঠান  ,  আরফান মিয়া ,  নাজমুল আলম খন্দকার রিপন ,     সভাপতি --সৈয়দ কামরুল সরোয়ার, সিনিয়র সহ-সভাপতি :- আক্তার উদ্দিন,  সহ-সভাপতি :- নাসির উদ্দীন পান্না , সহ-সভাপতি :- রুনু আক্তার , সহ-সভাপতি :- আফাই আলী , সাধারন সম্পাদক :- সোহেলা আক্তার বিপ্লবী , সহ- স্বাধারন সম্পাদক :- আসিক পলস্ ,  সহ- সাধারণ সম্পাদক :- আমির হোসেন ,  সাংগঠনিক সম্পাদক :- সোহেল মোহাম্মদ উল্লাহ, সহ- সাংগঠনিক সম্পাদক :- হেলাল মিয়া সহ- সাংগঠনিক সম্পাদক :- কবির মাহমুদ , অর্থ সম্পাদক :- শহিদুল ইসলাম সুজন , শিক্ষা বিষয়ক সম্পাদক :- নাসরিন আক্তার ,  শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক :- দিলরুবা জামান ,  শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক:- মেহেরুন নেছা মলি , মহিলা সম্পাদিকা :- সুরাইয়া আক্তার , মহিলা সহ-সম্পাদিকা :- আফসারী খানম রিক্তা , সমাজ কল্যান ও মানবাধিকার সম্পাদক :-মোবারক হোসেন ,  ধর্ম বিষয়ক সম্পাদক :- আব্দুর রহমান , আন্তর্জাতিক সম্পাদক :- মতিউর রহমান, ক্রীড়া সম্পাদক :- নূরে আলম , ক্রীড়া সহ-সম্পাদক :- ইফতেকার হোসাইন সেতু,ক্রীড়া সহ-সম্পাদক :-আব্দুর রউফ , সাহিত্য সম্পাদক :-আওলাদ হোসেন অন্তু , সাংস্কৃতিক সম্পাদক :-রিয়াজুল ইসলাম,  সদস্য বৃন্দ, ফখরুল চৌধুরী , আল মামুন ঢালী,  মিয়া রতন ,  সুমন সরকার , জুয়েল আনোয়ার ,  জাওয়ার মোরল,  আমিনুল ইসলাম মোমিন ,  মিজানুর রহমান, হুমায়ুন আব্দুল।