ইতালিতে প্রবাসীদের ঈদুল ফিতরের নামাজ আদায়   

প্রকাশ : 2021-05-14 09:11:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইতালিতে প্রবাসীদের ঈদুল ফিতরের নামাজ আদায়   

মাস ব্যাপী সিয়াম  সাধনার পর ইতালি প্রবাসী বাংলাদেশীরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।  ধর্মীয়  ভাবগাম্ভীর্যের  মধ্য দিয়ে করোনা ভাইরাস  পরিস্থিতি  কিছুটা স্বাভাবিক  হওয়ায়  ইতালির আইন কে সম্মান জানিয়ে  সামাজিক দূরত্ব  মেনেই বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।   

সকাল থেকে বৈরী  আবহাওয়া  থাকায় খোলা মাঠে  নামাজ আদায় করতে না পারায় মসজিতে কিছুটা ভিড় লক্ষ করা গিয়েছে।  কিছু কিছু মসজিতে   ৫ টি জামাতের ব্যবস্হা  করা হয়।  

করোনা ভাইরাস  পরিস্থিতি  গত বছর ভয়াবহ হওয়ায়  মসজিদে কেউ নামাজ পড়তে না পারলেও এ বছর বিভিন্ন দেশের মুসলিমরা একত্রে   মসজিদে  ঈদের নামাজ আদায় করতে পরে সন্তুষ্টি  প্রকাশ করেন।