ইজতেমার আখেরি মোনাজাত শেষে ভালুকায় ট্রাক উল্টে নিহত বেড়ে ৩

প্রকাশ : 2024-02-05 13:25:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইজতেমার আখেরি মোনাজাত শেষে ভালুকায় ট্রাক উল্টে নিহত বেড়ে ৩

টঙ্গিতে ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় ট্রাক উল্টে নিহত বেড়ে ৩ জন হয়েছেন। এই ঘটনায় ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতরা হলেন, জেলার গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে নাইম (১৩), ভালুকার পাইলাবর এলাকার ফারুক খানের ছেলে সানাউল্লাহ সজল (১৯) ও ফজলু (১৮)। নিহতরা সবাই ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী।

ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা হাতেম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকায় নেওয়ার পথে ফজলু নামে আরও এক শিক্ষার্থী মারা গেছেন। তবে তার নাম ছাড়া অন্য কিছু জানা নেই। পরে আরও বিস্তারিত জানানো হবে।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি আতাউর রহমান।

 

সান