ইচ্ছে করে 

প্রকাশ : 2021-12-11 13:39:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইচ্ছে করে 

হামিদুল আলম সখা
-------------------------


ইচ্ছে করে কষে একটা চড় দেই
নিজের গালে
ইচ্ছে করে সমাজটাকে গালি দেই অশ্লীল ভাষায়
ইচ্ছে করে অমানুষগুলোর চরিত্র
রোদেলা দুপুরে মেলে ধরি
ইচ্ছে করে সূর্যটাকে হাতের মুঠোয় বন্দি করি
ইচ্ছে করে সোনালী আশে বিশ্ব সাজাই মহা সমারোহে
ইচ্ছে করে সাদা সোনায় ঢেকে দেই রূপালী ইলিশ গুলো
ইচ্ছে করে নস্টপচা মানুষগুলোর চামড়া তুলে ডুগডুগি বানাই
ইচ্ছে করে সুকতলা জমা রাখি মুচি দাদার কাছে
ইচ্ছে করে কস্টগুলো আগুনে পুড়াই, খাঁটি করি মানুষ বানাই
ইচ্ছে করে বুড়িগঙ্গার জল শুদ্ধ করি,সুপেয় জল বানাই
ইচ্ছে করে প্রজন্মকে গড়ে তুলি আদর্শ নাগরিকে 
ইচ্ছে করে নিরাপত্তার চাদরে দেশকে ঢেকে রাখি
মাঝে মাঝে ইচ্ছেটাকে বন্দি করি অজানা এক বন্দিশালায়।