ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর মেসিকে নিয়ে যা বললেন স্কালোনি

প্রকাশ : 2024-06-10 16:02:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর মেসিকে নিয়ে যা বললেন স্কালোনি

শুরুর একাদশ বা বদলি খেলোয়াড়-লিওনেল মেসিকে যেভাবেই হোক খেলাবেন বলে জানিয়েছেন লিওনেল স্কালোনি। স্কালোনি সেই কথা রেখেছেন। ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে খেলিয়েছেন তিনি। যেখানে আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে ১-০ গোলে।

বাংলাদেশ সময় আজ (সোমবার) ভোরে শিকাগোর সোলজার ফিল্ডে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ইকুয়েডর। ৪০ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর অ্যাসিস্টে গোল করেন আনহেল দি মারিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর বদলি করা হয় দি মারিয়াকে। ৫৬ মিনিটে তার (দি মারিয়া) বদলি হিসেবে নামেন মেসি। সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে লড়ছেন মেসি, তাকে খেলানো নিয়ে তাই স্কালোনির মনে ছিল কিছুটা ভয়। 

নিকোলাস ওতামেন্দির মতো ডিফেন্ডারকে বদলি হিসেবে রাখলেও এদিন তাকে খেলানো হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মাঝেমধ্যে সময় আসে, তখন ঝুঁকি নেয়ার প্রয়োজন পড়ে না। শুধু এটা লিওর (মেসি) জন্যই না। অন্যান্য ফুটবলাররাও আজ খেলেনি যেমন ওতামেন্দি। দি মারিয়া কিছু সময় খেলার সুযোগ পেয়েছে। এনজো অপারেশনের পর ফিরেছে।’ 

১-০ গোলে জিতলেও ম্যাচে দাপট ছিল আর্জেন্টিনার। ৬৫ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আলবিসেলেস্তেরা নিয়েছে চার শট। ইকুয়েডর ৩৫ শতাংশ বল দখলে রেখেছে। আর্জেন্টিনার লক্ষ্য বরাবর একটা শটও রাখতে পারেনি দলটি। স্কালোনির মতে আর্জেন্টিনা ম্যাচটা দারুণ খেলেছে। আর্জেন্টিনার কোচ বলেন, ‘আমি মনে করি, আমাদের জন্য দারুণ ম্যাচ ছিল। ইকুয়েডরের জন্যও। প্রীতি ম্যাচে এমন প্রতিদ্বন্দ্বিতাই থাকা উচিত। যা করতে হতো তাই করেছি। আধিপত্য বিস্তার করে বলের দখল নিতে চেয়েছি।’ 

আগামী ২১ জুন আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ কোপা আমেরিকা। শিরোপা রক্ষার অভিযানের আগে আরও এক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা। ১৫ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনা খেলবে গুয়াতেমালার বিপক্ষে। এই ম্যাচের (গুয়াতেমালা) পরই আর্জেন্টিনার কোপা আমেরিকার দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্কালোনি।