ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে যে যার মুখোমুখি
প্রকাশ : 2021-07-05 08:46:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শেষ হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের লড়াই। যেখানে জয় পেয়েছে স্পেন, ইতালি, ডেনমার্ক ও ইংল্যান্ড। এখন এই চার দল নামবে ফাইনালে ওঠার লড়াইয়ে।
দুটি সেমিফাইনাল ম্যাচই অনুষ্ঠিত হবে লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে। প্রথম সেমিফাইনালে ইতালি মুখোমুখি হবে স্পেনের। দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড।
দেখে নেওয়া যাক ইউরোর দুই সেমিফাইনালে কোন দল কাদের মুখোমুখি হবে এবং শেষ চারের ম্যাচগুলি কবে, কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে।
ইউরো ২০২০-র সেমিফাইনালের সূচি:
প্রথম সেমিফাইনাল: ইতালি বনাম স্পেন
ভেন্যু: ওয়েম্বলি স্টেডিয়াম
সময়: ৭ জুলাই, মঙ্গলবার (বাংলাদেশ সময় রাত ১টা)
দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম ডেনমার্ক
ভেন্যু: ওয়েম্বলি স্টেডিয়াম
সময়: ৮ জুলাই, বুধবার (বাংলাদেশ সময় রাত ১টা)