ইউক্রেন সীমান্তে রক্তের ব্যাগ-মেডিক্যাল সামগ্রী জমা করছে রাশিয়া

প্রকাশ : 2022-01-29 10:08:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইউক্রেন সীমান্তে রক্তের ব্যাগ-মেডিক্যাল সামগ্রী জমা করছে রাশিয়া

ইউক্রেন টেনশনে ঘি ঢাললো রাশিয়া। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, ইউক্রেন সীমান্তের কাছে রক্তের ব্যাগ ও মেডিক্যাল সামগ্রী জমা করছে রাশিয়া। যুদ্ধ লেগে গেলে যেগুলো কিনা যুদ্ধাহতদের চিকিৎসাতেই ব্যবহার হবে। এতে ইউক্রেন হামলা নিয়ে পশ্চিমাদের ঘুম আরেক চোট কেড়ে নিলেন ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

যদিও রাশিয়া বারবার বলে আসছে, যুদ্ধের কোনও পরিকল্পনা তাদের নেই। তথাপি রক্ত আর চিকিৎসা সামগ্রীর নতুন চালান কিন্তু সেটা ইঙ্গিত করছে না বলেই নিশ্চিত জো বাইডেন সরকারের কর্তারা।

অন্যদিকে মার্কিন সরকার ও ন্যাটোর ‘অতিরিক্ত টেনশন’কে ক্ষতিকর উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, পশ্চিমারা অহেতুক প্যানিক ছড়াচ্ছে।

অবশ্য সীমান্তে এক লাখ রুশ সেনার উপস্থিতিতে জেলেনস্কির নিজেরই আতঙ্কে থাকা উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও বলেছেন, খুব ছোট নোটিশেই ইউক্রেনে হামলা করে বসবে রাশিয়া।

এর আগেও চিকিৎসা সামগ্রী জড়ো করার ব্যাপারে মার্কিন গোয়েন্দারা সতর্ক করেছিলেন। কিন্তু তাতে রক্তের বিষয়টি ছিল না। এবার রক্তের খবর পেয়েই যেন মাথায় রক্ত চড়ে গেলো পশ্চিমা জোটের।

যুক্তরাষ্ট্রের সাবেক এক লেফটেনেন্ট জেনারেল বেন হেজেস বললেন, রক্ত নিয়ে আসা মানেই নিশ্চিত যুদ্ধ নয়। তবে এ রক্ত হাতে আসার আগ পর্যন্ত কেউ সাধারণত যুদ্ধ শুরু করে না।

এ নিয়ে বক্তব্য চেয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে রয়টার্স। তবে তাৎক্ষণিক কোনও বিবৃতি বা মন্তব্য পাওয়া যায়নি।