ইউক্রেন সহায়তা অনুমোদন করায় মার্কিন সিনেটকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি

প্রকাশ : 2024-04-24 16:07:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইউক্রেন সহায়তা অনুমোদন করায় মার্কিন সিনেটকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার তার দেশের জন্য ৬১ বিলিয়ন ডলারের সাহায্য প্যাকেজ অনুমোদনের জন্য মার্কিন সিনেটকে ধন্যবাদ জানিয়েছেন। খবর এএফপি’র।
মার্কিন সিনেটে বিল পাস হওয়ার কয়েক মিনিট পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বার্তায় বলেন, ‘আমি এ বিল পাসে জোরালো ভূমিকা পালনের জন্য সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলকে ধন্যবাদ জানাই। সেইসাথে এ বিলের পক্ষে ভোট দেওয়া উভয় পক্ষের সকল মার্কিন সিনেটরদেরও ধন্যবাদ জানান তিনি।
যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রধান সামরিক সহযোগী দেশ হলেও গুরুত্বপূর্ণ সরবরাহের নতুন এ সহায়তা প্যাকেজ কংগ্রেসে কয়েক মাস ধরে স্থগিত ছিল।
জেলেনস্কি আরো বলেন, ‘আমি প্রেসিডেন্ট বাইডেনের সমর্থনকে সমানভাবে প্রশংসা করি এবং বিলটি দ্রুত স্বাক্ষর হওয়ার এবং পরবর্তী সামরিক সহায়তা প্যাকেজের জন্য অপেক্ষা করছি যা আমি সবসময় আমাদের আলোচনায় দেখতে পাই।’
তিনি বলেন, ‘ইউক্রেনের দূরপাল্লার সক্ষমতা, কামান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে দ্রুত শান্তি পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার।’
মস্কো পূর্ব দিক থেকে ক্রমাগত চাপ প্রয়োগ করায় ইউক্রেনের সামরিক বাহিনী অস্ত্র এবং নতুন সেনা মোতায়েনের তীব্র্র ঘাটতির মুখে পড়েছে।

 

সান