ইউক্রেনে যুদ্ধের নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস
প্রকাশ : 2022-03-28 10:05:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

ইউরোপের দেশ ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।আলজাজিরার প্রতিবেদন।
এমন পরিস্থিতিতে পোপ ফ্রান্সিস রবিবার (২৭ মার্চ) ইউক্রেন যুদ্ধের নিন্দা করে বলেছেন, সেখানে নিষ্ঠুর ও বিবেকহীন যুদ্ধের বর্বরোচিত কর্মকাণ্ড ভবিষ্যত ধ্বংস করছে।
প্রার্থনা শেষে পোপ বলেন, ইউক্রেনে আগ্রাসনের পর থেকে, এই নিষ্ঠুর ও অর্থহীন যুদ্ধের এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। ইউক্রেনের দুই শিশুর মধ্যে একজন বাস্তুচ্যুত উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ শুধুমাত্র বর্তমানকেই ধ্বংস করে না, বরং একটি সমাজের ভবিষ্যৎও ধ্বংস করে।
সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া তীর্থযাত্রীদের উদ্দেশে পোপ তার বাসভবন থেকে বলেন, যুদ্ধের পাশবিক কর্মকাণ্ড- বর্বরোচিত ও নিন্দনীয়! পোপ ফ্রান্সিস একাধিক অনুষ্ঠানে সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছেন এবং ইউক্রেনে গণহত্যার নিন্দা করেছেন।