ইউক্রেনে ফক্স নিউজের ফটোসাংবাদিক নিহত

প্রকাশ : 2022-03-16 10:01:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইউক্রেনে ফক্স নিউজের ফটোসাংবাদিক নিহত

নিউজ ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে এক হামলায় মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের ফটোসাংবাদিক পিয়েরে জাকর্জেভস্কি নিহত হয়েছেন। একই ঘটনায় তার সহকর্মী ব্রিটিশ সাংবাদিক বেঞ্জামিন হল আহত হয়েছেন। 

জানা গেছে, সোমবার সংবাদ সংগ্রহের জন্য রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিলেন পিয়েরে জাকর্জেভস্কি। এ সময় কিয়েভ থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হোরেনকায় তার গাড়িটি গোলাগুলির মধ্যে পড়ে যায়। এতে গাড়িতে আগুন লেগে জাকর্জেভস্কি নিহত হন। ওই ঘটনায় আহত হন ৩৯ বছর সাংবাদিক বেঞ্জামিন হল। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার খবরটি জানান ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান স্কট। তিনি বলেন, পিয়েরে যুদ্ধের ছবি তুলতেন। ফক্স নিউজের জন্য ইরাক ও আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়াসহ প্রায় প্রতিটি আন্তর্জাতিক ঘটনার ছবি তুলেছেন। একজন সাংবাদিক হিসেবে তার নিষ্ঠা ও মেধা ছিল অতুলনীয়।

সাংবাদিক নিহতের ঘটনায় সমস্ত দায় রাশিয়ার উপর চাপিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেনকো। এই ঘটনায় ইউক্রেনের এক সাংবাদিকও নিহত হয়েছেন বলে জানান তিনি। 

গেরাশচেঙ্কোর অভিযোগ, রুশ সেনাদের কামানের গোলায় গাড়ি আগুন ধরে ইউক্রেনের সাংবাদিক ওলেক্সান্দ্রা কুভশিনোভা ও ফক্স নিউজের ফটোসাংবাদিক পিয়েরে জাকর্জেভস্কি নিহত হয়েছেন।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২১তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।