ইউক্রেনের শরণার্থীদের পাশে দাঁড়াতেই নোবেল বিক্রি করলেন রুশ সাংবাদিক

প্রকাশ : 2022-06-21 11:30:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইউক্রেনের শরণার্থীদের পাশে দাঁড়াতেই নোবেল বিক্রি করলেন রুশ সাংবাদিক

২০২১ সালে শান্তিতে পাওয়া নোবেল পুরস্কার বিক্রি করে দিয়েছেন রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতব। ফিলিপাইনের মারিয়া রেসার সাথে যৌথভাবে নোবেল পান তিনি। ইউক্রেনের শরনার্থীদের সহায়তায় অর্থ দিতেই নোবেল বিক্রি করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

সম্প্রতি নিলামের মাধ্যমে নোবেল পদকটি বিক্রি করে দিয়েছে মুরাতব। নিলামে ১০৩ মিলিয়ন ডলারে সেটি বিক্রি করে দেওয়া হয়েছে। এ নিলাম থেকে প্রাপ্ত অর্থ ইউক্রেনের শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হয়। তবেপদকটি কে কিনেছেন তা প্রকাশ করা হয়নি। 

এদিকে শান্তিতে যৌথভাবে নোবেল পাওয়া দিমিত্রি মুরাতব রাশিয়ার স্বাধীনধারার সংবাদমাধ্যম ‘নোভায়া গ্যাজেটা’র প্রধান সম্পাদক।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‌ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ওই অভিযানের প্রতিবাদ স্বরূপ নোভায়া গ্যাজেটার কার্যক্রম বন্ধ হয়। 

ইউক্রেনে রাশিয়ার কার্যক্রমকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করলে শাস্তি পেতে হবে এমন ঘোষণা দিয়েছিল রাশিয়া। এরপর থেকেই নোভায়া গ্যাজেটার কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে প্রধান সম্পাদকের নোবেল বিক্রির খবরটি প্রকাশ হলে আলোচনায় আসে নোভায়া গ্যাজেটা।