ইউক্রেনের জনগণ আমেরিকার ‘শয়তানি নীতির’ শিকার: রায়িসি
প্রকাশ : 2022-03-07 10:53:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইউক্রেনের জনগণকে আমেরিকার ‘শয়তানি নীতির’ শিকার হিসেবে উল্লেখ করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো যুদ্ধের বিরোধী এবং যত তাড়াতাড়ি যুদ্ধ শেষ হবে ততই তা জাতিগুলোর জন্য মঙ্গল বয়ে আনবে। তিনি রোববার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
তিনি বলেন, আফগানিস্তান, ইয়েমেন ও ইরাকি জনগণের মতো ইউক্রেনের জনগণও আমেরিকার শয়তানি নীতির শিকার হয়েছে। সাইয়্যেদ রায়িসি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো যুদ্ধের ঘোর বিরোধী। যত দ্রুত যুদ্ধ শেষ হবে তত তাড়াতাড়ি মানুষের দুঃখ-কষ্ট ও বিপদের অবসান হবে।
মন্ত্রিসভার বৈঠকে তিনি ভিয়েনায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চলমান সংলাপ নিয়েও কথা বলেন। প্রেসিডেন্ট রায়িসি বলেন, তার সরকার পাশ্চাত্যের সঙ্গে এই সংলাপে অংশ নিলেও এই আলোচনার দিকে তাকিয়ে দেশের কোনো কর্মসূচি ফেলে রাখা হয়নি। তিনি বলেন, ভিয়েনা সংলাপ সফল হোক বা না হোক দেশ এগিয়ে যাবে।