ইউক্রেনকে সদস্যপদ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন

প্রকাশ : 2022-02-28 09:50:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইউক্রেনকে সদস্যপদ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।সিএনএন, রয়টার্সের প্রতিবেদন।

গত চার দিনে ইউক্রেনজুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনও কোনও স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকার শক্ত প্রতিরোধ গড়ে তোলে।

এদিকে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইউক্রেনকে সদস্যপদ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন ‘ইউরোনিউজ’কে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, “ইউক্রেনের সঙ্গে আমাদের একটি প্রক্রিয়া রয়েছে, যেমন- ইউক্রেনের বাজারকে একক বাজারে একীভূত করা। উদাহরণস্বরূপ, বিদ্যুৎ গ্রিডেও আমাদের খুব ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে।  এরকম অনেকগুলো বিষয় রয়েছে, যেখানে আমরা একসাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করি এবং বস্তুত সময়ের সাথে সাথে, তারা আমাদেরই একজন এবং আমরা তাদেরকে এই গোষ্ঠীর (ইইউ) মধ্যে দেখতে চাই।”

এদিকে, রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি ইইউ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন।  এ সময় তিনি তার সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো ও দেশটির ইইউ সদস্যপদ নিয়ে কথা বলেছেন।