ইউএনওর বদলি ঠেকাতে সড়ক অবরোধ করলেন শিক্ষার্থীরা

প্রকাশ : 2024-12-29 17:19:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইউএনওর বদলি ঠেকাতে সড়ক অবরোধ করলেন শিক্ষার্থীরা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খানের বদলি আদেশ প্রত্যাহার এবং কর্মস্থলে পুনর্বহালের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেছেন শিক্ষার্থীরা। এ সময় বদলি আদেশ প্রত্যাহার না হলে সড়ক থেকে সরবেন না ও প্রতিবাদ সভা চলবে বলে হুঁশিয়ারি দেন তারা।

রবিবার (২৯ ডিসেম্বর) বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের থানা সংলগ্ন ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেছেন রায়পুরের সাধারণ ছাত্র জনতার ব্যানারে সরকারি মার্চেন্টস একাডেমি ও বালিকা বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের দুই ঘণ্টা পর দুপুর ২টার সময় ট্রাফিক মোড়ে সেনাবাহিনী উপস্থিত হওয়া মাত্রই সটকে পড়েন আন্দোলনকারীরা।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ইসলামী আন্দোলনের সেক্রেটারি হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান হৃদয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাব্বির, আল আমিনসহ শিক্ষার্থীরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু বলেন, রায়পুর উপজেলায় ভালো কোনও কর্মকর্তা বেশি দিন থাকে না। ইমরান খানের মতো সৎ ও দক্ষ উপজেলা নির্বাহী অফিসার রায়পুর আরও অন্তত এক থেকে দেড় বছর থাকা দরকার।

ইউএনও তার যোগ্য নেতৃত্বে ওই সব দুর্নীতি ও অনিয়ম দূর করতে ইতোমধ্যে কাজ শুরু করেছিলেন। এই মুহূর্তে ওই কাজগুলো সম্পন্ন করতে ইউএনও ইমরান খানের কোনও বিকল্প নেই। শনিবার সরকারি আদেশে তাকে বান্দরবান সদরে বদলী করা হয় বলে শুনেছি।

ইসলামী আন্দোলন রায়পুর উপজেলা শাখার সেক্রেটারি হেলাল উদ্দিন বলেন, একজন সৎ, জনবান্ধব ও দক্ষ ইউএনও ইমরান খান। তার বদলির কথা শুনে সাধারণ মানুষ কষ্ট পেয়েছেন। নামাজ পড়ে দোয়া করে। তার মতো একজন দক্ষ লোককে আমরা হারাতে চাই না। তাকে আমরা আরও অন্তত এক বছর আমতলীতেই রাখতে চাই। আমি একজন ইসলামি দলের লোক হিসেবে সরকারের কাছে তার বদলির আদেশ প্রত্যাহার করে রায়পুরে রাখার জোর দাবি জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. সাব্বির ও আল আমিন বলেন, বাংলাদেশকে সত্যিকারার্থে দুর্নীতিমুক্ত করতে হলে প্রশাসনে তার মতো সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তা প্রয়োজন। রায়পুর উপজেলাকে দুর্নীতিমুক্ত রাখতে তার মতো দক্ষ ইউএনও রায়পুরে খুবই প্রয়োজন। তাই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের ছাত্র সমাজের আবেদন, তাকে রায়পুরে পুনর্বহাল করা হোক।’

রায়পুর থানার ওসি (তদন্ত) শাহিদুল ইসলাম বলেন, ‘সরকারি আদেশে সব কর্মকর্তা কর্মচারী বদলি হবে। সড়কে যানজট সৃষ্টি করে আন্দোলন করা কতটুকু যুক্তিসঙ্গত? অনেকবার চেষ্টা করেছি, ছাত্রদের বোঝাতে, তারা শোনেনি। এখন সেনাবাহিনী আসার সঙ্গে সঙ্গে দিছে দৌড়।’

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক চিঠিতে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খানকে বান্দরবান সদর ইউএনও হিসেবে বদলি করা হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হককে রায়পুরের ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে। এরপর থেকেই ইউএনও ইমরান খানের বদলির আদেশ প্রত্যাহার ও বদলি ঠেকাতে মাঠে নামে ছাত্রজনতার একাংশ।

 

কা/আ